পাচারকালে পাহাড়িদের ঐতিহ্যবাহী বিভিন্ন পোষাক জব্দ করল বিজিবি
তাজু কান্তি দে, রামগড় খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্ত দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী বিভিন্ন পোষাক ভারতে পাচারকালে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)’র সদস্যরা।
গতকাল ১৬ জুলাই বিকেলে রামগড় ব্যাটালিয়ন অধীনস্থ উপজেলার পিলাকছড়া নামক এলাকা হতে এসব পোষাক জব্দ করা হয়।
জব্দকৃত পোষাকগুলোর মধ্যে রয়েছে ২৩ পিস থামি, ৮৩ পিস লেডিস জামা, ৫২ পিস থামির নিচের পোষাক, ১৫ পিস পেটিকোট এবং ৯টি বার্মিজ লুঙ্গি।
জানা যায়, এদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক পিলাকছড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। তবে তাদের ফেলে যাওয়া এসব পোষাক জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
ব্যাটালিয়ন সূত্র জানায়, জব্দকৃত মালামাল সমূহ সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে।
ভবিষ্যতেও যে কোন সীমান্ত অপরাধ দমনে বিজিবি সদস্যরা প্রস্তুত উল্লেখ করে ব্যাটালিন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেছেন, ৪৩ বিজিবি অধীনস্থ এলাকাগুলোতে অবৈধ পাচার ও মাদক নির্মূলে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।