হিজাব বাধ্য করতে ইরানে নীতি পুলিশের টহল শুরু
ইরানে নারীদের পোশাক বিধি মেনে চলা ও জনসমক্ষে হিজাব নিশ্চিত করতে নীতি পুলিশের বিতর্কিত টহল আবার শুরু করছে দেশটির সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।
রবিবার পুলিশের একজন মুখপাত্র জানান, ইরানের হিজাব আইন কার্যকর করতে নীতি পুলিশ আবারও রাস্তায় ফিরে আসবে।প্রায় ১০ মাস আগে তেহরানে পোশাকবিধি ভঙ্গ করার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর মাহসা আমিনি নামে এক তরুণী পুলিশি হেফাজতে মারা যায়। তার মৃত্যুতে তখন দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয় এবং প্রতিবাদের মুখে টহল স্থগিত করা হয়।
তবে ইসলামি কট্টরপন্থীরা এই টহল পুনরায় চালু করার দাবি জানিয়ে আসছিলো।
ইরানের আইন অনুযায়ী, দেশটির শরিয়ার ব্যাখ্যার উপর ভিত্তি করে, মহিলাদের অবশ্যই তাদের চুলকে হিজাব দিয়ে ঢেকে রাখতে হবে এবং তাদের লম্বা ও ঢিলেঢালা পোশাক পরতে হবে।
এসব নিয়মকানুন যেন সবাই মেনে চলে, তা দেখার দায়িত্ব ইরানের নীতি রক্ষা পুলিশের। কেউ যদি আইনবিরোধী পোশাক পরে, তাহলে তাকে আটক করার ক্ষমতাও এই বাহিনীকে দেওয়া হয়েছে।
কট্টরপন্থী তাসনিম নিউজ এজেন্সির অনুসারে, পুলিশের মুখপাত্র সাইদ মনতাজেরোলমাহদি জানান, টহল চলাকালীন, পুলিশ অফিসাররা প্রথমে এমন মহিলাদের সতর্ক করবে যারা নিয়ম মেনে চলে না। যদি তারা আদেশ অমান্য করে, পুলিশ তখন “আইনি ব্যবস্থা” বেছে নিতে পারে।