ভোটার খুঁজে পাচ্ছেন না ইসি রাশেদা
ঢাকা-১৭ আসনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা ১০ মিনিটে বনানীর বিদ্যানিকেতন স্কুলে আসেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। এ শিক্ষা প্রতিষ্ঠানে সাতটি ভোটকেন্দ্র রয়েছে। রাশেদা সুলতানা তিনটি ভোট কেন্দ্রের কয়েকটি কক্ষ ঘুরে দেখেন। সকাল ৮টা ১০ মিনিট থেকে ৮টা ৪০মিনিট পর্যন্ত একটি কক্ষে দুটি ও কয়েকটি কক্ষে একটি করে ভোট পড়ে। বাকি কক্ষগুলোতে একটিও ভোট পড়েনি। ওই সময়ে নৌকা প্রতীক ছাড়া কারও এজেন্টও পাননি তিনি।
রাশেদা সুলতানা বলেন, ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করেন।
তিনি বলেন, কোনো এজেন্ট যেনো বুথে না ঢুকে সেজন্য সতর্ক করা হয়েছে। আমরা নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট মনিটরিং করবো