খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রামগড় উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক দুইশ কৃষকদের মাঝে আম্রপালি, কিউজাই, ব্যনানা ও গৌরমতি জাতের প্রায় ৫ হাজার আমের চারা বিতরণ করা হয়েছে। রামগড় উপজেলা সম্মেলন কক্ষে শুক্রবার (১৪জুলাই) সকাল এগারোটায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসেবে চারা বিতরণের উদ্বোধন করেন। পরে উপজেলা কৃষি অফিস হতে চারাগুলো কৃষকদের সরবরাহ করা হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় থানার ওসি (তদন্ত) মোঃ ফকরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রাশেদ চৌধুরী অনুষ্ঠানে সঞ্চালনা করেন। উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সানাউল হক জানান ,জেলা পরিষদের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রামগড় উপজেলায় ২ শ কৃষকের মাঝে প্রতি জনকে ২৫ টি করে ৫ হাজার চারা দেওয়া হয়েছে।তন্মধ্যে প্রতি জন আম্রপলি১০টি,কিউজাই ৫টি, ব্যনানা ৫টি,গৌরমতি ৫টি করে আমের চারা পাবে।অনুষ্ঠানে সকল উপ- সহকারী কৃষি কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।