Home নির্বাচন সেবক হয়ে পল্লীবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই: জাপা নেতা জাহাঙ্গীর আলম
জুলাই ১৩, ২০২৩

সেবক হয়ে পল্লীবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই: জাপা নেতা জাহাঙ্গীর আলম

দোয়ারাবাজারের বাংলাবাজার ও নরসিংপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য এমপি পদপ্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।

বুধবার দুপুরে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামন থেকে গণসংযোগ শুরু করেন তিনি। বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে গণসংযোগ শেষ করে জাহাঙ্গীর আলম বলেন, ছাতক-দোয়ারাবাসীকে শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে লাঙলের বিকল্প নাই। আমি নেতা নই, সেবক হিসেবে ছাতক-দোয়ারাবাসীর সাথে থাকতে চাই। বাস্তবায়ন করতে চাই পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন। মানুষ পরিবর্তন ও শান্তি চায়। আর জাতীয় পার্টিই পারে এই পরিবর্তন আনতে।

তিনি আরো বলেন, আগামী ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। জুলাই মাস জাতীয় পার্টির শোকের মাস। দেশের একজন সফল রাষ্ট্রপতির মৃত্যুতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা এ দিবসটি পালনে সচেষ্ট থাকব।

গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও সুরমা ইউপি জাপা’র সভাপতি ইকবাল হোসেন বুলু, হোসাইন মিয়াসহ জাপার বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *