প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
খন্দকার রবিউল ইসলাম রাজবাড়ী জেলা প্রতিনিধি: দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক সমকাল পত্রিকায় গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
০৯ জুলাই রবিবার সকাল ১১টায় গোয়ালন্দ পৌরসভা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র বলেন গত ০৭ জুলাই দৈনিক কালের কণ্ঠ ও ৮তারিখে দৈনিক সময়কাল পত্রিকায় পদে পদে দুর্নীতি মেয়রের শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ। এই সংবাদে আমার ও আওয়ামী লীগের ভাবমূর্তি খুণ্য করা হয়েছে। তিনি দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দাবি করেন তার বিরুদ্ধে যা লেখা হয়েছে তার কোন ভিত্তি নেই।
সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র নাসির উদ্দীন রনি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম খান, পৌর নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, দেব্রগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর ইসলাম সহ পৌর পরিষদের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।