যে কারণে মাকে ‘সংকটাপন্ন’ রেখে শুটিংয়ে গিয়েছিলেন শাহরুখ
ক্যারিয়ারে বলিউড সুপারস্টার শাহরুখ খান প্রথম অভিনয় করেছিলেন ‘মায়া মেমসাব’ নামে একটি সিনেমায়। কিন্তু সিনেমাটি মুক্তি পায় অনেক পরে। তার আগেই বলিউডে শাহরুখের অভিষেক হয়ে যায়। মুক্তিও পায় তিনটি সিনেমা। তবে এই ‘মায়া মেমসাব’-এ কাজ করতে গিয়ে শাহরুখ ছিলেন পুরোটাই ডেডিকেটেড। সেটা ডেডিকেশন কতটা ছিল, এমনটা জানাতে গিয়ে সম্প্রতি এ সিনেমার পরিচালক কেতন মেহতা ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করতে গিয়ে বেলন, সে সময় বাড়িতে অসুস্থ মাকে ‘সংকটজনক’ অবস্থায় রেখে শিমলাতে শুটিং করতে চলে যান তরুণ শাহরুখ! কাজের প্রতি সেই নিষ্ঠা গত ৩০ বছরে একটুও কমেনি বলিউড বাদশার।
কেতন জানান, ‘তার সিনেমার যখন শুটিং চলছিল, তখন বেশ অসুস্থ ছিল শাহরুখের মা। কিন্তু আগে থেকে দিয়ে রাখা প্রতিশ্রুতির কারণে মা-কে ‘সংকটজনক’ অবস্থায় রেখেই শিমলায় চলে যান শুটিং করতে। যাতে ইউনিটের কাউকে বসে থাকতে না হয়, কিংবা প্রযোজক ক্ষতির সম্মুখীন না হন।
স্পষ্টতই বোঝা গিয়েছিল, তার মন পড়েছিল বাড়িতে, মায়ের কাছে। কিন্তু শট নেওয়ার সময় তিনি ছিলেন অন্য এক শাহরুখ। যার চেহারায় শুধুই চরিত্র ছাড়া অন্য কিছুর ছাপ ছিল না। প্রথম থেকে এতটাই পেশাদার মানসিকতার ছিলেন শাহরুখ খান। অবশ্য ‘মায়া মেমসাব’ মুক্তির আগেই ১৯৯১ সালে দিল্লিতে মারা যান শাহরুখের মা।
গুস্তাভ ফ্লাউবার্টের ম্যাডাম বোভারি অবলম্বনে নির্মিত ‘মায়া মেমসাব’ সিনেমায় আরও অভিনয় করেছিলেন দীপা সাহি, ফারুক শেখ এবং রাজ বাব্বর। এটি শাহরুখের শুটিং করা প্রথম দিকের সিনেমা হলেও মুক্তি পায় ‘দিওয়ানা’, ‘চমৎকার’, ‘রাজু বান গয়া জেন্টলম্যান’ এবং ‘দিল আশনা হ্যায়’র পর। শাহরুখ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’।
পাঁচ বছর বিরতির পর পর্দায় ফিরে এ সিনেমা দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন এ অভিনেতা। চলতি বছরের বলিউডে সবচেয়ে ব্লকবাস্টার সিনেমা এটি। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘জাওয়ান’ ও ‘ডাঙ্কি’।
এগুলো মুক্তি পাবে সেপ্টেম্বর ও ডিসেম্বরে। দুটি সিনেমার ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক স্বত্ব বিক্রি হয়েছে ৪৮০ কোটি রুপিতে। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটাও একটা রেকর্ড। মুক্তির আগে কোনো সিনেমাই স্বত্ব বিক্রি করে এত অর্থ পায়নি। এদিকে সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায় একটি বিশেষ চরিত্রেও দেখা যাবে শাহরুখ খানকে।