Home অপরাধ তারাকান্দায় মানব পাচার মামলার গলাতক আসামীসহ গ্রেপ্তার-২
জুন ২৯, ২০২৩

তারাকান্দায় মানব পাচার মামলার গলাতক আসামীসহ গ্রেপ্তার-২

হুমায়ুন কবির,ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দায় মানব পাচার মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ ২জনকে গ্রেপ্তার করে পুলিশ ২৮জুন বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

জানা গেছে, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এর দিকনির্দেশনা এ,এস,আই মামুনগোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয়সহ অভিযান চালিয়ে মানবপাচার মামলার গ্রপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী গালাগাঁও ইউনিয়নের নিশুন্দাকান্দী গ্রামের রফিকুল ইসলাম (৪০)কে মঙ্গলবার রাতে তারাকান্দা স্কুলরোড এলকায় থেকে গ্রেপ্তার করে।এ ছাড়া পৃথক মামলার এজাহার নামীয আসামী গালাগাঁও গ্রামের শাহাব উদ্দিনকে (৫৮)কে এস,আই জিল্লুর রহমান সঙ্গীয ফোর্সসহ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। বুধবার ধৃত আসামীদ্বযকে বিজ্ঞ আদালত সোপর্দ করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *