Home কৃষি ও প্রকৃতি গরীব কৃষকদের মাঝে ফলদ ও কলম চারা বিতরন করেন জেলা পরিষদ খাগড়াছড়ি
জুন ২৭, ২০২৩

গরীব কৃষকদের মাঝে ফলদ ও কলম চারা বিতরন করেন জেলা পরিষদ খাগড়াছড়ি

তাজু কান্তি দে, খাগড়াছড়ি  জেলা প্রতিনিধি:
ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক গরীব কৃষকদের মাঝে ফলদ ও কলম চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জুন ) সকালে পরিষদ প্রাঙ্গনে দুই শত পরিবারের মাঝে ৫০টি করে চারা তুলে দেওয়া হয়।

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (২০২২-২০২৩) এর আওতায় গরীব কৃষকদের মাঝে ফলদ ও কলম চারা বিতরণ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিসার মুক্তা চাকমা, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ প্রমুখ।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনাবাদী জমিতে চারা রোপনের নির্দেশনা বাস্তবায়নে কৃষকদের মাঝে এ চারা বিতরণের ফলে খালি জায়গায় ফলদ চারা রোপন করে ফলের চাহিদা পূরণসহ অক্সিজেনের ঘাড়তি পূরনে সহায়ক হবে বলে জানান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *