নাটক কেন কমিয়ে দিয়েছেন জানালেন মেহজাবীন
ঈদে নাটক ‘পুনর্জন্ম’ অন্তিম পর্ব দিয়ে ছোটপর্দায় আসছেন মেহজাবীন চৌধুরী। অনেক দিন পর নাটকে কাজ করছেন এই জনপ্রিয় অভিনেত্রী। জানা গেল পছন্দসই চরিত্র পাননি বলে এই গ্যাপ তৈরি হয়েছে। একটু নতুনত্ব আছে এমন কাজ করতে চান তিনি- সেটি হতে পারে রোমান্টিক, থ্রিল বা ফ্যান্টাসি। তবে এখন ওটিটিতে ঝুঁকেছেন অভিনেত্রী। সম্প্রতি ভিকি জাহেদের ‘আমি কি তুমি’ নামে সাত পর্বের নতুন আরেকটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। সিরিজটিতে তিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
তাহলে কি ওটিটিতে ভালো গল্প পাচ্ছেন? জবাবে মেহজাবীন বলেন, ‘ওটিটিতেও যে গল্পের খুব নতুনত্ব পাচ্ছি তা–ও না। তবে এখানে ভালো কাজের সুযোগ বেশি। এটি সম্ভব হচ্ছে তুলনামূলকভাবে ভালো বাজেটের কারণে।’
মেহজাবীন বলেন, ‘অনেক দিন পর নাটকের শুটিং করলাম। ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি, ফ্যানদের অনেকে নতুন নাটক না পেয়ে আমার পুরোনো নাটক দেখা শুরু করেছেন। এ ঈদে অন্তত এই একটি কাজ হলেও তাদের দিতে পারব।’
এখনো নাটকে তার নিয়মিত কাজের বিষয়টি অনিশ্চিত- এ ব্যাপারে মেহজাবীন বলেন, ‘এ সময়ে এসে যে ধরনের চরিত্র করতে চাই, পাচ্ছি না। দুই বছর আগে যেসব চরিত্রে কাজ করেছি, ঘুরেফিরে সেরকমের কাজই আসে। তারা বলবেন, মেহজাবীন ঘুরেফিরে একই রকমের কাজ করে।’
তবে নাটক না করার কারণে নাটকের শুটিং ইউনিট, সহশিল্পী, লোকেশনকে খুব মিস করেন মেহজাবীন। তিনি বলেন, এবার ‘পুনর্জন্ম’-এর শেষ পর্বের শুটিং করতে গিয়ে অনেক দিন পর উত্তরা গেলাম। ওখানে রাত-দিন অনেক ইউনিটের শুটিং হয়। আগে সবার সঙ্গে দেখা হতো, শুটিংয়ের ফাঁকে অনেক মজার আড্ডা হতো। সেটা মিস করি।