Home জেলা রাজনীতি তারেক–জোবাইদার মামলা: ৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
জুন ২১, ২০২৩

তারেক–জোবাইদার মামলা: ৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে আরও দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামানের আদালতে আজ বুধবার তাঁরা সাক্ষ্য দেন।

এ নিয়ে এই মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। আগামী ৯ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির সামনে আজ বেলা তিনটার দিকে বিএনপির সমর্থক আইনজীবীরা এ মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৩ এপ্রিল তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *