Home জেলা রাজনীতি নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ
জুন ২০, ২০২৩

নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ

উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদকে) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে মোটরগাড়ি।

তিনি বলেন, বাংলাদেশ জাসদকে নিবন্ধন দিয়ে রোববার (১৮ জুন) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী দলটি নিবন্ধন পেয়েছে।

২০১৬ সালে নেতৃত্বের দ্বন্দ্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দুই ভাগ হয়ে যায়। দলটির একাংশের নেতারা ‘বাংলাদেশ জাসদ’ গঠন করেন। এতে সভাপতি পদে শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক পদে নাজমুল হক প্রধান দায়িত্ব পালন করে আসছেন। অপর আরেকটি অংশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *