তাজু কান্তি দে, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : বন ব্যবস্থাপনা, জীব বৈচিত্র্য সংরক্ষণ, বনবাসীর জীবনমান উন্নয়ন ও ইকোসিস্টেম উন্নয়নে আজ ১৫ /৬ /২০২৩ তারিখ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকার সময় রামগড় ফরেস্ট রেঞ্জ এর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে রেঞ্জ কর্মকর্তা রোকনুজ্জামান, রামগড় রেঞ্জ এর সভাপতিতে রামগড় পৌরসভার সদুকারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় কাঠ ব্যবসায়ী, করাত কর মালিক, ফার্নিচার দোকান মালিক, ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর, বিভাগীয় বন কর্মকর্তা, খাগড়াছড়ি বন বিভাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি বন সংরক্ষক মোঃ মোজাম্মেল হোসেন, রামগড় কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা। বিভাগীয় বন কর্মকর্তা স্থানীয় লোকজনের বক্তব্য অবগত হন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।