Home জেলা রাজনীতি ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় লিয়াকত সিকদারের ঈদের শুভেচ্ছা
মে ২০, ২০২৩

ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় লিয়াকত সিকদারের ঈদের শুভেচ্ছা

ফরিদপুর প্রতিনিধি,

ফরিদপুর – ১ ( বোয়ালমারী মধুখালী আলফাডাঙ্গা) নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও অতিশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এডভোকেট লিয়াকত সিকদার।

তিনি ঈদের দ্বিতীয় দিন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল আলীম সুজা’সহ নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিনে তিনি আলফাডাঙ্গা গোপালপুর ইউনিয়ন পাচুরিয়া ইউনিয়ন সহ বোয়ালমারী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নেতৃত্বেই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ এলাকায় গিয়ে ঈদ উদযাপন করতে পেরেছে। তিনি বলেন এখন ঢাকা থেকে যেকোন মানুষ নির্দিষ্ট গন্তব্যে যেতে কোন বাধা হয় না, যানজট মুক্ত বাসায় যেতে পারেন, কারণ যোগাযোগ ক্ষেত্রে বর্তমান সরকার আমুল পরিবর্তন ঘটিয়েছে। দেশের আইন-শৃঙ্খলা বাহিনী ঈদগাহী মানুষের নির্বিঘ্ন করতে সকল ধরনের ব্যবস্থা নিয়েছে। পদ্মা পাড়ের মানুষ আমরা সকালে বাড়িতে এসে বিকেলে ঢাকায় ফিরতে পারি, শুধুমাত্র পদ্মা সেতুরসহ সরকার উন্নয়নের কারণে এটি সম্ভব হয়েছে।

আর এই কারণেই এই চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই, বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার হাতে নিরাপদ।

এ সময় তার সঙ্গে ছিলেন বলমারী পৌর মেয়র সেলিমুজ্জামান লিপুর মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, ছাত্রলীগের সাবেক নেতা রাহাতুল আক্তার তপন, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান জুয়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *