Home সারাদেশ রামগড় পরিদর্শনে পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা
1 week ago

রামগড় পরিদর্শনে পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ

রামগড় বাজার পরিদর্শন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। সোমবার বিকাল ৩ টায় রামগড় বাজারের বিভিন্ন সমস্যা সমূহ সরেজমিনে পরিদর্শন করে দখলকৃত জায়গা উদ্ধারে নির্বাহী কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এইসময় বাজার এলাকার বিভিন্ন সমস্যা সমূহ তুলে ধরে চেয়ারম্যানকে অবহিত করেন রামগড় বাজার চৌধুরী মংশেপ্রু চৌধুরী , রামগড় বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেফায়েত উল্যাহ, সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নির্বাহী কমকর্তা টিটন খীসা, রামগড় পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম, জয়া ত্রিপুরা, এডভোকেট মনজিলা সুলতানা প্রশান্ত ত্রিপুরা সহ জেলা পরিষদের কর্মকর্তা, বাজার কমিটির সদস্যবৃন্দ ও রামগড় বাজারের ব্যবসায়ীবৃন্দ। এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়, রামগড় নুরানি মাদ্রাসা ও রামগড় হাসপাতাল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *