Home খেলা অধিনায়ক লিটনের প্রশংসা করলেন সিমন্স
4 days ago

অধিনায়ক লিটনের প্রশংসা করলেন সিমন্স

ব্যাট হাতে ছন্দে নেই লিটন দাস। ওয়ানডে ও টি-টি-টোয়েন্টি মিলিয়ে সবশেষ ৫ ম্যাচে করেছেন ৯ রান। যার মধ্যে দুইটাতে মরেছন ডাক। ব্যাট হাতে ছন্দে না থাকলেও নেতৃত্বে দারুণ ছাপ রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এতেই লিটনকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

শেষ দুই টি-টোয়েন্টিতে লিটনের নেতৃত্বের প্রশংসা করে সিমন্স বলেন, ‘এই দুটি ম্যাচেই লিটন মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। সে বেশ ভালোভাবেই লিডারের দায়িত্ব পালন করছে।

লিটন দ্রুতই ফর্মে ফিরবেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রান করছে না এটা একটু চিন্তার বিষয়। তবে সবাই তো প্রতিদিন রান করবে না। খেলোয়াড়রা প্রস্তুত থাকে ভালো করার জন্য। আশা করি শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *