সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ।
সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় একাদশে এসেছেন আরেক পেসার শরীফুল ইসলাম। অন্যদিকে এই ম্যাচে অভিষেক হচ্ছে পেসার মারকুইনো মিন্ডলের।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, এভিন লুইস, কিসি কার্টি, শাই হোপ (উইকেটকিপার ও অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, মারকুইনো মিন্ডলে, গুড়াকেশ মোতি ও জেইডেন সিলস।