Home বিনোদন দেশে ফিরতে না পেরে যুক্তরাষ্ট্রে কাজে যোগ দিলেন জায়েদ খান
2 weeks ago

দেশে ফিরতে না পেরে যুক্তরাষ্ট্রে কাজে যোগ দিলেন জায়েদ খান

জুলাইয়ের আন্দোলনের আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। আগস্টের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আর দেশে ফিরতে পারেননি তিনি।

দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ এবার সেখানেই যুক্ত হলেন নতুন পেশায়। নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে। ঠিকানার ডিজিটাল প্লাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন। নিউইয়র্ক থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

Zayed Khan.1

চিত্রনায়ক জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘যে কোনো ‘প্রথম’ সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরবো অনুষ্ঠানটির মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা।’

Zayed Khan.3

যুক্তরাষ্ট্রের নায়াগ্রা ফলসে জায়েদ খান।

চলতি বছরের জুলাইয়ে নিউইয়র্কে যান জায়েদ। এরপর আর দেশে ফেরেননি, সেখানেই আছেন আলোচিত-সমালোচিত এই অভিনেতা। অনেকেই জানেন, দেশে তার বিরুদ্ধে মামলাও হয়েছে সাম্প্রতিক সময়ে।

Zayed Khan.2

নিউইয়র্কে জায়েদ খান।

প্রসঙ্গত, দেশের জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনও কিছুদিন আগে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে ছেড়ে আমেরিকার ‘ঠিকানা’য় উচ্চ পদে যোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *