Home বিনোদন পশ্চিমবঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক!
3 weeks ago

পশ্চিমবঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক!

চলমান পরিস্থিতিতে ভারতের মিডিয়ায় একের পর এক অপপ্রচার চলছেই। সেই অপপ্রচারের ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গে সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আগামী ২৮ ডিসেম্বর কলকাতার মধ্যগ্রামের সুভাষ ময়দানে শুরু হবে ১৯তম পরিবেশ সচেতনতার মেলা। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যার। আর সেই অনুষ্ঠানের এক পোস্টার নিয়েই সোশ্যালে বিতর্কের ঝড়।

রেজওয়ানা চৌধুরী বন্যাকে অনুষ্ঠান করতে দিতে নারাজ মধ্যমগ্রামের নাগরিক সমাজের একাংশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা পৌরসভার কাছে আবেদন করেছেন যাতে এই শিল্পীকে অনুষ্ঠান করতে দেওয়া না হয়।

শুধু এখানেই শেষ নয়, মধ্যমগ্রাম নাগরিক সমাজ জানিয়েছে, যদি এ শিল্পী অনুষ্ঠান করে তাহলে এবার পরিবেশ মেলা তারা বয়কট করবে।

ভাইরাল হওয়া সেই পোস্টে লেখা হয়েছে, ‘একজন ভারতীয় নাগরিক হিসেবে মধ্যমগ্রাম পৌরসভার কাছে আবেদন জানাচ্ছি আগামী ২৮ ডিসেম্বর মধ্যমগ্রাম পরিবেশ মেলায় বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান পরিবেশনা অবিলম্বে বাতিল করা হোক। বাংলাদেশের কোন শিল্পীকে দয়া করে কোন অনুষ্ঠান করতে দেবেন না। আগে দেশ, তারপর সব। অনুগ্রহ করে বিষয়টি ভেবে দেখবেন।’

এ প্রসঙ্গে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ ভারতীয় গণমাধ্যমে বলেন, যে কোনো দেশের শিল্পীকেই আমরা শ্রদ্ধা করি। আমরা শিল্পীদের নিয়ে বিভাজনের রেখা টানতে চাই না। এটা বাঙালি, বিশেষ করে সঙ্গীত অনুরাগীদের সংস্কৃতি নয়। যারা বিভাজনে বিশ্বাস করেন, তারা করতেই পারেন। তবে, এটা ঠিক নয়।”

এ নিয়ে পৌরসভার কাছে কেউ আপত্তি তোলেননি বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *