Home খেলা বিপিএল থিম সংয়ের কয়েক লাইন লিখেছেন ড. ইউনূস!
3 weeks ago

বিপিএল থিম সংয়ের কয়েক লাইন লিখেছেন ড. ইউনূস!

মঙ্গলবার রাতে জাঁকজমকপূর্ণ আয়োজনে উন্মোচিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের থিম সং। ‘খেলায় মাতো, সবাই মিলে, এলাকা কাঁপাও, ছক্কা চারে, বাংলার হৃদয়, উৎসবে নাচে, বিজয় উল্লাস, ঘরে ঘরে, লাল সবুজের পতাকা উড়ে, বাংলাদেশের আকাশজুড়ে, বিপিএলের ঝড়, দেশে এলো দিন বদল, আবার এলো বিপিএল…’- বিপিএলের থিম সংয়ে ফুটে উঠেছে এমন সব কথাই।

বিপিএলের নতুন আসরকে ঘিরে তৈরি হওয়া থিম সংটি গেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা। সেই সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রায়েফ আল হাসান রাফা ও র‌্যাপার হান্নান হোসাইন। অফিশিয়াল গান প্রকাশের দিন তিন জনই মঞ্চে উপস্থিত ছিলেন। জানিয়েছেন, বিপিএল নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা।

গানের দুটি লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

থিম সং এবং গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম… (প্যারিস) অলিম্পিকসহ বড় বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন। আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক (বেশি) যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার থিম সংয়ের কয়েকটি লাইনও লিখে দিয়েছেন। উনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান ইনপুট দেওয়ার জন্য।’

নয়া দামান ও ঝুমকা গান দিয়ে তুমুল আলোচিত হওয়া শিল্পী মুজা বিপিএলের সঙ্গে যুক্ত হয়ে বলেছেন, ‘বিপিএলের সঙ্গে যুক্ত হতে পারাটা দারুণ ব্যাপার ছিল। আমি বিদেশ থাকাকালে এই গানের রেকর্ডিং শুরু করি। এরপর দেশে এসে আমরা ভিডিও শুট করি। সবাই আমরা অনেক এক্সাইটেড ছিলাম। এর জন্য বিসিবির প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য। এই গানে একটি লাইন আছে, এসো দেশ বদলাই। যেটা সবাইকে অনুপ্রেরণা দেবে। আশা করি এবারের বিপিএল সবাই উপভোগ করবে। একসাথে সবাই গানটি গাইবে। আমরাও মাঠে আসবো, খেলা দেখবো।’

এক মিনিট নীরবতা পালনে শুরু হয় অনুষ্ঠান। শুরুতেই ‘বল বীর, বল উন্নত মম শির’ আবৃত্তি করেন আবৃত্তিকার টিটো মুন্সি। আবৃত্তির পর স্বাগত বক্তব্য দেন বিপিএলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। এবারের বিপিএলের প্রতিটি আয়োজনেই থাকছে জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের স্পৃহা। টুর্নামেন্টের মাসকটসহ গ্রাফিতি ও থিম সং সব কিছুতেই প্রকাশ পেয়েছে আন্দোলনের বিভিন্ন ‘থিম গ্রাফিতি’। জুলাই আন্দোলনের নানা স্মৃতির সঙ্গে বিভিন্ন স্লোগানে গ্রাফিতিগুলো তৈরি করা হয়। স্লোগানগুলোর মধ্যে অন্যতম, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘কোটা নামের কুঠার দিয়ে মেধার পিঠে আঘাত কেন?’, ‘মোরা আকাশের মতো বাধাহীন’, ‘পানি লাগবে পানি?’ অন্যতম।

এর আগে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন করা হয়। আগামী ৩০ ডিসেম্বর ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি। বিপিএলের একাদশ আসরে সাত দল অংশ নিচ্ছে। মোট ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা হবে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। ফাইনাল ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *