ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার নিন্দা জাতীয় মুক্তি কাউন্সিলের
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। এ হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা বলে মনে করে তারা।
আজ মঙ্গলবার জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়েছে, গতকাল সোমবার ভারতের স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকাদণ্ড (ফ্ল্যাগ পোল) ভাঙচুর করেন, জাতীয় পতাকার অবমাননা করেন এবং কমিশনের ভেতরে সহায়-সম্পত্তির ক্ষয়ক্ষতি করেন।
বিবৃতিতে আরও বলা হয়, এর আগে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনেও সহিংস বিক্ষোভ করেছিলেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের লোকেরা। ভারত সরকারের ইন্ধনে এসব সহিংস বিক্ষোভ, হামলা হয়েছে, তা বুঝতে কারও জ্ঞানী হওয়ার প্রয়োজন পড়ে না। এ হামলা বাংলাদেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা।
মুক্তি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনস লঙ্ঘন করে গতকাল আগরতলায় যা ঘটেছে, এর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার শুধু গতানুগতিক বিবৃতি দিয়ে ক্ষ্যান্ত হবে, নাকি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরিসরে ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হবে, দেশবাসী সেটা জানতে চায়।