Home সারাদেশ কাজী রেজাউলকে সভাপতি ও সিকদার সুমনকে সম্পাদক করে নলছিটিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন।
ডিসেম্বর ২, ২০২৪

কাজী রেজাউলকে সভাপতি ও সিকদার সুমনকে সম্পাদক করে নলছিটিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী মুক্তিযদ্ধের প্রজন্মের কমিটি গঠন করা হয়েছে। এতে কাজী রেজাউলকে সভাপতি ও সিকদার সুমনকে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে ২০জনকে সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে। অন্যদের সদস্য করা হয়।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নতেৃবৃন্দ।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নলছিটি উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি কাজী রেজাউল জানান, আমাদের কমিটি কেন্দ্র অনুমোদন করেছে। শিগগিরই আমরা সকল সদস্যদের নিয়ে পরিচিতি সভা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *