Home জাতীয় সংবিধান সংস্কারে মতামত দিয়েছেন ৪৭ হাজারের বেশি মানুষ
4 weeks ago

সংবিধান সংস্কারে মতামত দিয়েছেন ৪৭ হাজারের বেশি মানুষ

সংবিধান সংস্কার নিয়ে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ৪৭ হাজার ৯৭ জন মতামত দিয়েছেন। এ ছাড়া ২৮ সংগঠন, সুশীল সমাজের ২৩ জন প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে কমিশন।

সোমবার (২৫ নভেম্বর) সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, সোমবার জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এশিয়া প্যাসেফিক অঞ্চলের সিনিয়র অ্যাডভাইজার ড. জিওফ্রে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে আইআরআইর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রতিনিধি দলে আরও ছিলেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর (বাংলাদেশ প্রোগ্রাম) জসুয়া রোসেনবাম এবং রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) স্টিফেন চিমা।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান সংবিধান সংস্কারবিষয়ক বর্তমান কার্যক্রম ও পরিকল্পনা সংক্ষেপে প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করেন। তিনি জানান, কমিশন এরই মধ্যে ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে। সংবিধান সংস্কার বিষয়ে জনগণের মতামত জানতে ওয়েবসাইটের মাধ্যমে মতামত সংগ্রহ করা হচ্ছে। সোমবার বিকেল পর্যন্ত মোট ৪৭ হাজার ৯৭ জন মতামত দিয়েছেন।

এ ছাড়াও বিবিএসের মাধ্যমে সারা দেশে জনমত জরিপ কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানান আলী রীয়াজ।

আইআরআই প্রতিনিধি ড. জিওফ্রে ম্যাকডোনাল্ড বলেন, সারা বিশ্বের গণতান্ত্রিক ধারা উন্নয়নে আইআরআই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা নতুন বাংলাদেশের সঙ্গেও কাজ করতে আগ্রহী। এছাড়াও প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের সংস্কার কাজের বিশেষ করে অংশীজনদের মতামত গ্রহণ বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *