দখল-নৈরাজ্যের বিরুদ্ধে শনিবার ডেমরায় বিএনপির বিক্ষোভ মিছিল
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও দখলবাজির বিরুদ্ধে আগামীকাল শনিবার রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
বিকেল ৩ টায় কোনাপাড়া থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ডেমরা ষ্টাফ কোয়াটার গিয়ে মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিলে নেতৃত্ব দিবেন, ঢাকা ৫ আসনের সাবেক এমপি বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। মিছিলে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে অংশগ্রহনের আহ্বান জানানো হয়েছে।