যাত্রী সেজে মাদক পাচারের চেষ্টা, গ্রেফতার ১
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রী সেজে মাদক পাচারকালে শান্তি পরিবহণ কাউন্টারের সামনে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
২ নভেম্বর, শনিবার সকালের দিকে অভিযান চালিয়ে মাটিরাঙ্গা বাজারে শান্তি পরিবহণ কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর দীঘিনালার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ সময় তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারের শান্তি কাউন্টারের সামনে মাটিরাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শুভ্র দেবনাথ এর নেতৃত্বে পুলিশের একটি টিম তল্লাশি চালায়। এসময় যাত্রী বেশে থাকা মাদক কারবারির কাছ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।