Home সারাদেশ উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা ও চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শনে ইউএনও,খুশি স্থানীয়রা।
অক্টোবর ২৪, ২০২৪

উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা ও চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শনে ইউএনও,খুশি স্থানীয়রা।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি:
নলছিটি উপজেলার বিভিন্ন এলাকার নাগরিকদের নানাবিধ সমস্যা এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং চলমান অবস্থা নিয়মিত পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: নজরুল ইসলাম।পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেয়ার পরপরই এর মালিপুর,মাটিভাংগা, নান্দিকাঠি, শীতলপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের দুর্দশা এবং থেমে থাকা কাজ পরিদর্শনে বের হন তিনি।এতে পৌরসভা এলাকার লোকজনও বেশ ইতিবাচকভাবে তাকে আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং বাকি ওয়ার্ডের নাগরিকরাও তাকে ঘুরে দেখার আমন্ত্রণ জানান।
নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে গত বুধবার ২৩ অক্টোবর পৌরসভা এলাকার ভাংগাদেউলা ফরাসিনা গ্রামের সড়ক ধ্বসে দুটি গ্রামের চলাচল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সংবাদ পেয়ে শুরুতেই সেখানে ছুটে যান তিনি এবং সরেজমিনে দেখে সাথে সাথে পৌরসভার দায়িত্বরত কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।এছাড়াও এলাকার প্রায় পঞ্চাশটি পরিবারের প্রায় দুইশতাধিক লোকের দূর্ভোগ শুনে ঝুকিপূর্ণ বাশের সাকোর স্থানে ব্রিজ নির্মানেরও নির্দেশনা প্রদান করেন।এসময় তার এই তাৎক্ষনিক পদক্ষেপে উচ্ছাস প্রকাশ করেন স্থানীয়রা।এছাড়াও পৌরসভার কান্ডপাশা বাজারের ভেঙে যাওয়া ঝুকিপূর্ণ ব্রিজ দেখেও তা দ্রুত সংস্কারের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্রশাসক মো:নজরুল ইসলাম।
এরপরই দপদপিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।ইউনিয়নের তিমিরকাঠী,দপদপিয়া,কয়া,ভরতকাঠী,বুড়ির হাট,বীর নারায়ণ সহ সকল ওয়ার্ডের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।এসময় তার সাথে ছিলেন দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল,ইউপি সদস্য সিরাজ মোল্লা,হারুন খন্দকার,হাসান বিশ্বাস,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিনা আক্তার সহ স্থানীয়রা।
উন্নয়ন প্রকল্প দেখতে যাওয়ায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে পেয়ে অত্যন্ত আন্দন্দ প্রকাশ করেন এবং আশার কথা ব্যক্ত করেন।
এসময় স্থানীয়রা বলেন,এরকম সচ্ছতা এর আগে থেকেই নিশ্চিত করা গেলে উপজেলার অনিয়ম দুর্নীতি বন্ধ হয়ে যেতো।তারা এই উদ্যোগকে স্বাগত জানান।এবং তাকে কাছে পেয়ে অনেকেই তাদের নানাবিধ সমস্যার কথা ইউএনওর কাছে তুলে ধরেন এবং তিনি তা সমাধানের আস্বাস দেন।
এসময় যেসকল উন্নয়ন প্রকল্পের কোনো কাজই করা হয়নি সেগুলোতে যাতে বিল উত্তোলন করে নিয়ে না যেতে পারে সে ব্যাপারেও নির্দেশনা দেন।
এ বিষয়ে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন,পৌরসভা এবং উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা এবং চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে দেখা হচ্ছে।নাগরিকদের সমস্যা শুনে শুনে তা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানেরও চেষ্টা করছি।নাগরিকদের সেবায় উপজেলা প্রশাসনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *