Home জাতীয় রাষ্ট্রপতির প্রশ্নে আসিফ নজরুলের মতামতের সঙ্গে একমত সরকার
অক্টোবর ২২, ২০২৪

রাষ্ট্রপতির প্রশ্নে আসিফ নজরুলের মতামতের সঙ্গে একমত সরকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের মতামতের সঙ্গে অন্তর্বর্তীকালীন একমত পোষণ করে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

মঙ্গলবার হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রাষ্ট্রপতি ‘মিথ্যাচার’ বলে তার পদে থাকা নিয়ে প্রশ্ন তুলে একজন উপদেষ্টা (আইন উপদেষ্টা) যে বক্তব্য দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত না পুরো উপদেষ্টা কাউন্সিলের মতামত- এমন প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বলেছেন, তার সঙ্গে সরকার একমত পোষণ করে।’

প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে উদ্ধৃত করে একটি বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে ‘মিথ্যাচার ও শপথ লঙ্ঘনের’ অভিযোগ তুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি তোলা হয়েছে। মঙ্গলবার বিকালে এই দাবিতে বঙ্গভবন ঘেরাও করেছে ‘স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি’ নামে একটি সংগঠন। তারা বঙ্গভবনের সামনের মোড়ে অবস্থান নেয়। অবস্থান কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার আল্টিমেটাম দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *