Home সারাদেশ বাগেরহাটে হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি   
অক্টোবর ৩, ২০২৪

বাগেরহাটে হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি   

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারিদের কর্মবিরতি চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে তারা কর্মবিরতিতে আছেন। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ভিতরে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেফতারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন।

এতে অসংখ্য রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবার জন্য গেলেও তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। মোরেলগঞ্জ হাসপাতালে প্রতিদিন প্রায় ৩০০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন।
প্রসঙ্গত, গতকাল বুধবার বেলা ১১ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ৫-৬ জনের একটি দল হামলা করে। হামলায় উপসহকারি মেডিকেল অফিসার চন্দন দাস আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। লাঞ্ছিত করা হয়েছে দু’জন নারী মেডিকেল অফিসারকেও। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান বলেন, কর্তব্যরত অবস্থায় চিকিৎসকদের ওপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। শুধুমাত্র জরুরি বিভাগ ও আন্ত:বিভাগের সেবা চালু থাকবে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হাসপাতালে হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা                     
০১৯১১২১১৯৬৫/০১৭১১৩৭৭৪৫০
তারিখ-০৩.০১.২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *