Home চাকুরী রেলওয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষার্থী ১৮৮৮০৩
জুন ১, ২০২৩

রেলওয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষার্থী ১৮৮৮০৩

অনলাইন ডেস্ক নিউজ,

বাংলাদেশ রেলওয়ের ‘ওয়েম্যান’ পদের লিখিত পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে উপপ্রধান পরিকল্পনা কর্মকর্তা ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্যসচিব মো. ময়েনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওয়েম্যান’ পদের লিখিত পরীক্ষা ১০ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ঢাকার ৫২টি কেন্দ্রে পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। এই পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৮০৩।

লিখিত পরীক্ষার বিস্তারিত সূচি ও আসনবিন্যাস এখানে দেখা যাবে। https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/notices/d9085281_df72_4f1c_9c94_f71677e98bea/Seat%20plane.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *