Home সারাদেশ পুলিশের গুলিতে আহত সেলিমের মৃত্যুতে শোকের নলছিটিতেে ছায়া।
আগস্ট ৩, ২০২৪

পুলিশের গুলিতে আহত সেলিমের মৃত্যুতে শোকের নলছিটিতেে ছায়া।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি(ঝালকাঠি):
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ করতে গিয়ে পুলিশের গুলিতে গত ১৮ জুলাই আহত হয়েছিলেন নলছিটি উপজেলার ৫ নং ওয়ার্ড নিবাসী সেলিম তালুকদার। দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ,৩১ জুলাই রাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সেলিম তালুকদার ছিলেন BGMEA University of Fashion & Technology এর ১৮১ ব্যাচের Apparel Manufacture & Merchandising (AMM) বিভাগের ছাত্র। মাত্র ২৬ বছর বয়সী এই তরুণের মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ জুলাই অনুষ্ঠিত আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন সেলিম। পরে তাকে তড়িৎ চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ৩১ জুলাই রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে সেলিম তার নববিবাহিত স্ত্রীকে রেখে গেছেন, যাদের বিয়ের এক বছরও পূর্ণ হয়নি। তার মৃত্যুর সংবাদে স্ত্রী ও পরিবারের সদস্যরা শোকে বিহ্বল। সেলিমের বন্ধুবান্ধব ও সহপাঠীরা তাকে একজন সৎ, পরিশ্রমী এবং উদ্যমী যুবক হিসেবে স্মরণ করছে।
মোহাম্মদ সেলিম তালুকদারের জানাজা আগামীকাল সকাল ১০ ঘটিকায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরিবার ও আত্মীয়-স্বজনদের আহ্বান, সকলেই তার জন্য দোয়া করবেন এবং মহান আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করবেন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দিন।
নিহতের ভাই, সহপাঠী ও নলছিটির সাধারণ শিক্ষার্থীরা এটিকে রাষ্ট্রীয় হত্যাকান্ড আখ্যায়িত করে বিচারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *