Home সারাদেশ নলছিটিতে ১৪০০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্র আটক। 
জুলাই ৮, ২০২৪

নলছিটিতে ১৪০০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্র আটক। 

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি(ঝালকাঠি) সংবাদদাতা:
ঝালকাঠির নলছিটিতে ১ কেজি ৪০০শত গ্রাম গাঁজাসহ পিতা ও পুত্রকে আটক করেছে পুলিশ। রবিবার(৭ জুলাই) বিকেল ও সন্ধ্যার পরে উপজেলার পৌর এলাকার মল্লিকপুর ও সূর্যপাশা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে নলছিটি থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে,রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার পৌর এলাকার মল্লিকপুরে অভিযান পরিচালনা করে তানভীর সরদার(১৭) নামের একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্য মতে সূর্যপাশায় তার নিজ বাড়িতে অভিযানে গেলে তার পিতা জালাল সরদার (৫৫)পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করলে তার কাছে ৪শত গ্রাম গাঁজা পাওয়া যায়।
আটক জালাল সরদার পৌর এলাকার সূর্যপাশা গ্রামের বাসিন্দা তার পিতা মৃত আবদুল ওয়াহাব সরদার। আটককৃত অন্যজন জালাল সরদারের পুত্র।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *