শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি: ওবায়দুল কাদের
আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন পরনির্ভরশীল হয়ে শিক্ষক আন্দোলন, কোটা আন্দোলনের ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির হাত ভেঙে গেছে। এখন তারা বলে, শিক্ষকের আন্দোলনের সাথে তারা আছে, কোটাবিরোধী আন্দোলনের সাথে তারা আছে। এখন কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ জুলাই) সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মনের জোর কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। বিএনপি নেতাদের মুখে কোনো ট্যাক্স নাই, লাগাম নাই। লাগাম দিয়ে টেনে লাভ নেই। গাড়িচালক বেপরোয়া হলে যে অবস্থা হয়, রাজনীতিতে তারা হলো বেপরোয়া চালক। কখন কোন দুর্ঘটনা ঘটে কেউ জানে না।
তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের হিস্যা আমরা পেয়েছি। আপনারা গঙ্গার পানির কথা ভারতকে বলতে ভুলে যান, কোন মুখে বিএনপির নেতারা তিস্তার পানির কথা বলেন? গঙ্গার পানির হিস্যা বঙ্গবন্ধুর কন্যা এনেছেন। তিস্তাসহ অন্যান্য নদীর হিস্যা, বাংলাদেশের হিস্যা শেখ হাসিনাই আনবেন। কারও কোথায় বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যাবে না।
এ সময় জনপ্রতিনিধিদের সৎ হতে হবে উল্লেখ করে কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। দেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। কাজেই জনপ্রতিনিধিদের সৎ হতে হবে।