Home খেলা আইপিএল ফাইনাল আজ না হলে যা হবে
মে ২৯, ২০২৩

আইপিএল ফাইনাল আজ না হলে যা হবে

বৃষ্টির কারণে আইপিএল ১৬তম আসরের ফাইনাল ম্যাচটি ভেস্তে যাওয়ার উপক্রম। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হওয়ার কথা ছিল। কিন্তু খেলা শুরুর আগ থেকেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির কারণে আইপিএলের ফাইনালে খেলা শুরু হওয়ার শেষ সময় বাড়ানো হয়েছে। রাত ৯.৩৫ মিনিট পর্যন্ত সময় আছে। অর্থাৎ, রাত ৯.৩৫ মিনিটের আগে যদি খেলা শুরু করা য়ায় তাহলে এক ওভারও কমবে না। পুরো ৪০ ওভারের খেলা হবে।

কিন্তু যদি ৯.৩৫ মিনিটের মধ্যে খেলা শুরু না করা যায়, তাহলে কমবে ওভার। যত সময় নষ্ট হবে তত ওভার কমবে।

রাত ১২.৬ মিনিট পর্যন্ত কাট অব টাইম। এই সময়ের মধ্যে খেলা শুরু হলে অন্তত ৫ ওভার করে দুই দল ১০ ওভার খেলবে।

যদি ৫ ওভার করে খেলা হয় সে ক্ষেত্রে পাওয়ার প্লে ৬ ওভারের জায়গায় কমে ২ ওভার হবে। অর্থাৎ, প্রথম ২ ওভার ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র ২ জন ফিল্ডার থাকতে পারবেন। বদল হয় বোলারদের বোলিংয়ের হিসাবেও। ৫ ওভার খেলা হলে ৫ জন বোলার সর্বোচ্চ ১ ওভার করে বল করার সুযোগ পাবেন।

তবে আজ যদি খেলা শুরু না হয় তাহলে সোমবার নতুন করে রিজার্ভ -ডে রাখা হয়েছে। আজ খেলা না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ-ডেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *