Home স্বাস্থ্য সংবাদ দেশে অ্যান্টিভেনমের কোনো সংকট নেই : স্বাস্থ্যমন্ত্রী
জুন ২৭, ২০২৪

দেশে অ্যান্টিভেনমের কোনো সংকট নেই : স্বাস্থ্যমন্ত্রী

দেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনমের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অ্যান্টিভেনম প্রচুর রয়েছে। না থাকলেও আমরা আনব, কিন্তু কোনোভাবেই সংকট হতে দেব না। সাপে কাটার পর দ্রুত রোগীকে হাসপাতালে আনতে হবে। তাহলেই মৃত্যু এড়ানো যাবে।

তিনি বলেন, সাপে কাটা ব্যক্তিদের তো আর চিকিৎসকরা হাসপাতালে আনতে পারবে না। তাই এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। যেভাবে চিকিৎসকরা কাজ করছেন, আশা করি রাসেলস ভাইপার আতংক কেটে যাবে। এ সংকট থেকে আমরা শিগগিরই উত্তীর্ণ হবো।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কাজী দীন নূরুল হক বলেন, মিডিয়ার বদৌলতে সাপ নিয়ে দেশের মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত। আমার স্ত্রী আমাকে বলে বাথরুম ভালো করে দেখে নিতে। ওদিক দিয়ে না কি সাপ ওঠে।

তিনি বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কপালে যদি সাপে কাটা থাকে, তাহলে কাটবেই। এটা নিয়ে চিন্তার কিছু নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের (প্রশাসন) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, দেশে ৮০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে ১২ প্রজাতির বিষধর। দংশনের ৩০ শতাংশের ক্ষেত্রে বিষ ঢালে সাপ। মিডিয়ার মাধ্যমে সাপের বিরুদ্ধে বিপ্লব ঘটাতে গিয়ে বিপদ ডেকে আনছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *