আবারো আসছে সৌরঝড়
শক্তিশালী সৌরঝড়ের কারণে গত সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে নর্দান লাইটস বা অরোরা বোরিয়ালিস দেখার সুবর্ণ সুযোগ পাওয়া গিয়েছিল। যাকে বাংলায় বলা হয় মেরুজ্যোতি। বিজ্ঞানীরা বলছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই আবারো পৃথিবীর দিকে আসছে শক্তিশালী সৌরঝড়। এতে আবারো পৃথিবীতে দেখা যাবে অরোরা বোরিয়ালিস। বিজ্ঞানীরা বলছেন, সৌরঝড়টি সম্ভবত এবার আরো বড় ও জটিল হবে। যার ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাতের কারণে আরো বেশি অরোরা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এ ঝড়কে ‘অতি প্রচণ্ড’ ভূ-চৌম্বকীয় (জিওম্যাগনেটিক) ঝড় হিসেবে উল্লেখ করেছে।
বিবিসি
নর্দান লাইটস বা অরোরা বোরিয়ালিস
তবে, এই মহাজাগতিক ঘটনার ফলে বিপর্যয় দেখা দিতে পারে। তাদের মতে, এই সৌর ঝড়ের ফলে কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। পৃথিবীর দুই মেরুতে আরও ঘনঘন আরও উজ্জ্বল হয়ে উঠতে দেখা যেতে পারে মেরুজ্যোতি। এই মহাজাগতিক ঘটনার ফলে কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হয়ে পড়তে পারে গোটা ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, উত্তর মেরু, উত্তর আমেরিকা, ইউরোপের পুরো রেডিও যোগাযোগ ব্যবস্থা।