Home জাতীয় বাংলাদেশ থেকে শ্রমিক নেবে বুলগেরিয়া
মে ৩০, ২০২৪

বাংলাদেশ থেকে শ্রমিক নেবে বুলগেরিয়া

শ্রমিক সংকটের কারণে বাংলাদেশ ও নেপাল থেকে পর্যটন কর্মী নিতে চায় দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া। সম্প্রতি বুলগেরিয়ার ভারপ্রাপ্ত পর্যটনমন্ত্রী ইভটিম মিলোশেভ দেশটিতে শ্রমিক সংকটের কথা বলেছেন এমনটাই জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা নোভিনাইট ডট কম।

এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ১২টি ক্যাটাগরিতে ভিসা চালু করতে যাচ্ছে ওমান। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে টাইমস অব ওমান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুলগেরিয়ার ভারপ্রাপ্ত পর্যটনমন্ত্রী ইভটিম মিলোশেভ দেশটিতে বিশেষ করে পর্যটন খাতে তীব্র শ্রমিক সংকটের কথা উল্লেখ করে আসন্ন গ্রীষ্ম মৌসুমের জন্য আনুমানিক সাতাশ হাজার শ্রমিকের প্রয়োজনীয়তার কথা বলেন।

ইউরোপীয় কর্মীদের আগ্রহ কমে যাওয়ার প্রতিক্রিয়ায় মিলোশেভ বাংলাদেশের ও নেপালের মতো দক্ষিণ এশীয় দেশগুলি থেকে শ্রমিক খোঁজার পরিকল্পনার কথা বলেন। যেটি সহজ করতে দেশটি সম্প্রতি তাদের ভিসা আইন সংশোধন করেছে।

এদিকে সম্প্রতি বাংলাদেশ থেকে মোট ১২ ক্যাটাগরিতে জনবল নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। বাংলাদেশিদের জন্য ওমানের ১২টি ক্যাটাগরির ভিসার মধ্যে রয়েছে-ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চি‌কিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা।

২০২৩ সালের ৩১ অক্টোবর রয়্যাল ওমান পুলিশ (আরওপি) বাংলাদেশি নাগরিকদের জন্য সব বিভাগের ভিসা প্রদান স্থগিত করে। এতে দেশটিতে বাংলাদেশি নাগরিকদের যাতায়াত ৫০ শতাংশের বেশি কমেছে।

আরওপি এক বিবৃতিতে জানিয়েছিল, সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হয়েছে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। তবে কী কারণে ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছিল তখন তা আরওপির বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

মাস্কাটের বাংলাদেশ দূতাবাস তখন এক বিবৃতিতে জা‌নি‌য়ে‌ছিল, ভিসা ব‌ন্ধের এই প্রক্রিয়া‌টি ‘অস্থায়ী’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *