Home সারাদেশ মাদারীপুরে ‘ফেসবুকে পোস্টের’ জেরে সাংবাদিকের বাড়িতে বোমা হামলার অভিযোগ
মে ২২, ২০২৪

মাদারীপুরে ‘ফেসবুকে পোস্টের’ জেরে সাংবাদিকের বাড়িতে বোমা হামলার অভিযোগ

মাদারীপুরে ‘ফেসবুকে পোস্ট দেওয়াকে’ কেন্দ্র করে এক সাংবাদিকের বাড়িতে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় সাংবাদিক বেলাল খানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর লুটপাট চালানো হয় বলে অভিযোগ করে পরিবারটি।

সাংবাদিক বেলাল খান ইংরেজি সংবাদ সংস্থা ইউএনবি, দৈনিক ভোরের ডাক ও নিউ এজ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি। তাঁর অভিযোগ, লক্ষ্মীগঞ্জ গ্রামের আলী কাজীর ছেলে রাকিব কাজীর একটি ইটভাটায় অনিয়ম নিয়ে সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন বেলাল। এর জেরে আজ সকালে রাকিব তাঁর দুই ভাই রাজীব এবং রায়হান লোকজন নিয়ে বেলালের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে ঘরে প্রবেশ করে টাকা ও মূল্যবান সামগ্রী লুটপাট করে। পরে পরিবারের লোকজনের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা-পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, ‘হঠাৎ কয়েকটি বোমার আওয়াজ শুনে ছুটে আসি। দেখি, আমাদের বাড়ির সামনে দিয়ে কয়েকজন দৌড়ে যাচ্ছে। সেখানে রাকিব কাজী ও রায়হান কাজীসহ ৭ থেকে ৮ জন লোক ছিল। অনেকের আবার মুখ বাঁধা ছিল। সাংবাদিক বেলাল খানের বাড়িতে এসে পরে সব ঘটনা দেখি ও শুনি।’

অভিযোগের বিষয়ে রাকিব কাজী বলেন, ‘আমার সঙ্গে সাংবাদিকের পরিবারের কোনো বিরোধ নেই। কিন্তু বেলাল খান ও তাঁর পরিবারের লোকজন আমাদের ওপর কয়েক দিন আগে হামলা করে। এই হামলায় আমার ভাই হাসপাতালে ভর্তি। পরে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এ জন্য উল্টো এ ঘটনা ধামাচাপা দিতে নিজেরাই হাতবোমা ফাটিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।’

মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *