ইসরায়েলের সঙ্গে বাণিজ্য কমিয়ে দিলেন এরদোয়ান
গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের পক্ষে বেশ সরব তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান। দেশ ও বিদেশে সমানতালে ফিলিস্তিনের পক্ষে জনমত এবং ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলাধুনা করে চলেছেন তিনি। শুধু তাই নয়, এই সময় ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণও ব্যাপক হারে কমিয়ে দিয়েছেন এরদোয়ান। খবর ডেইলি সাবাহ’র।
তুর্কি বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত বলেছেন, গত ৭ অক্টোবর থেকে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৩৩ শতাংশ কমেছে। এ সময় ইসরায়েলে রপ্তানির পরমাণ ৩০ শতাংশ এবং আমদানির পরিমাণ ৪৩ শতাংশ হ্রাস পেয়েছে।
বেসরকারি টিভি চ্যানেল ২৪-কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কখনই ইসরায়েলের সাথে ব্যবসা করেনি।
গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে তুরস্ক, এমন তথ্য তুর্কি সামাজিক মাধ্যমে বেশ ভালোভাবে ছড়িয়ে পড়েছে। সাক্ষাৎকারে এমন গুঞ্জনের বিষয়টি একেবাড়ে উড়িয়ে দিয়েছেন তিনি।
বাণিজ্যমন্ত্রী ওমের বলেন, তুরস্ক ও এর সরকারকে কোণঠাসা করতে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ইসরায়েলের সাথে বাণিজ্যের অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে। ইসরায়েলি গোয়েন্দারাও এসব কার্যকলাপে সহায়তা করছে। বিভ্রান্তিকর তথ্য ফাঁস করে তারা এমনটা করার চেষ্টা করছে।
এ বিষয়ে জাতীয় প্রতিরক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় বিবৃতি জারি করে সমস্যার সমাধান করেছিল বলেও জানান তিনি।
ইসরায়েলের সাথে অস্ত্র ব্যবসার অভিযোগ সম্পর্কে বলতে গিয়ে বোলাত বলেছেন, তুরস্ক সর্বদা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। এ সময় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর বিভিন্ন উদাহরণের কথা টেনে আনেন তিনি।