Home অপরাধ আরও ৪ আসামি গ্রেপ্তার, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
মার্চ ২১, ২০২৪

আরও ৪ আসামি গ্রেপ্তার, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

দেশব্যাপী বহুল আলোচিত কুমিল্লায় প্রকাশ্য দিনের বেলায় গুলিতে কলেজছাত্র জামিল হাসান অর্ণব হত্যাকাণ্ডের ঘটনায় তার মায়ের দায়ের করা মামলার আরও ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বুধবার (২০ মার্চ) আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ভোর রাত পর্যন্ত র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ের একটি দল জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে। এর আগে এ মামলার ৭ আসামি থানা ও ডিবি পুলিশ এবং ৫ আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ের অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের টিম জেলার আদর্শ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ অভিযানে কলেজছাত্র জামিল হাসান অর্ণব হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, কুমিল্লা শহরতলীর শাসনগাছা এলাকার মকবুল মিয়ার ছেলে মোজাম্মল হোসেন ওরফে জনি (২৫), একই এলাকার আইয়ুব আলীর ছেলে ফয়সাল আহমেদ ওরফে রিমন (২০), আতিকুর রহমান খোকনের ছেলে সাইফ আলী রিয়াদ (২২) ও আনু মিয়ার ছেলে মো. শুভ (২২)। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিনসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও তিনি জানিয়েছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, এ মামলায় বুধবার পর্যন্ত ৭ আসামি থানা ও ডিবি পুলিশ এবং ৯ আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অপর পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দুপুরে শাসনগাছা বাস টার্মিনালসংলগ্ন সিএনজি-মারুতি স্ট্যান্ডের ইজারা ও আধিপত্যসহ চাঁদাবাজির বিরোধের জেরে শাসনগাছা মধ্যমপাড়ার আবুল কাশেম গ্রুপের সঙ্গে ফজলে রাব্বি ও আলাউদ্দিনের গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে গুলিতে কলেজছাত্র অর্ণব বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এবং গুলিবিদ্ধ হয়ে ৬ জন গুরুতর আহত হন। এ ঘটনায় নিহত অর্নবের মা ঝর্ণা আক্তার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *