Home সারাদেশ অবন্তিকার মৃত্যু: সুষ্ঠু বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি 
মার্চ ১৯, ২০২৪

অবন্তিকার মৃত্যু: সুষ্ঠু বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি 

তৌকির আহমেদ, জবি প্রতিনিধি:
আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৮ মার্চ) বেলা ১২ টায় ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা৷
অবস্থান কর্মসূচিতে ১৬তম আবর্তনের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, আন্দোলনের মুখেই গত পরশু রাতে দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকীকে আটক করা হয়েছে। আন্দোলনই আমাদের একমাত্র ভাষা। আমরা সেই চাপটা তৈরি করতে পেরেছিলাম বলেই প্রশাসন কিন্তু বাধ্য হয়েছিল আন্দোলনের মুখে এই পদক্ষেপ নিতে।
তিনি আরো বলেন, যেকোনো ধরনের মর্মান্তিক ও অপ্রীতিকর ঘটনায় আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আমরা আন্দোলন সংগঠিত করবো। সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে, আমাদের অবস্থান কর্মসূচি চলবে।
এ বিষয়ে জানতে চাইলে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সোমা বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি চলছে, যার পরিণতি অবন্তিকার মৃত্যু, অংকণ বিশ্বাসের মৃত্যু। এই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের।  প্রশাসন যদি  যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর রাখতো, শিক্ষাঙ্গনে বিচারব্যবস্হার  সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করতো তবে আজ কোন শিক্ষার্থীর প্রাণ ঝড়ে পড়তো না।  পূর্বের কোন ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার কারণে, সঠিক পদক্ষেপ গ্রহণ না করার কারণে আজ আমরা অবন্তিকা,  অংকনকে হারিয়েছি।  অবন্তিকা মৃত্যুর ঘটনা থেকে পূর্বের সমস্ত ঘটনার বিচার চাই।
অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার সহপাঠী আম্মান সিদ্দিকীর দুই দিনের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বীন ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য যে, সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় তাদের কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে হাজির করা হয়। এরপর পুলিশ শিক্ষক দ্বীন ইসলামের দুদিন ও সহপাঠী আম্মানের পাঁচদিনের রিমান্ডের আবেদন করে। এরপর শুনানি শেষে আদালত শিক্ষকের একদিন ও সহপাঠীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *