ঝালকাঠিতে বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামালকে সংবর্ধনা।
তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত করায় ঝালকাঠি জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রফিকুল ইসলাম জামাল সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় শহরের আমতলা গলি রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে ঝালকাঠি জেলা বিএনপি এ সংবর্ধনার আয়োজন করে। এতে প্রধিন অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন। জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপির সদর উপজেলা সভাপতি এজাজুল হক এজাজ, পৌর সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, বিএনপি নেতা এডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব এডভোকেট আনিচুর রহমান খান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাফায়াত হোসেন, নলছিটি ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইমরান সরদার হিরু সহ যুব, ছাত্র, কৃষক, স্বেচ্ছাসেবকদলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে উপস্থিত ছিলেন না বিএনপি সহ বিভিন্ন সংগঠনের বড়ো একটি অংশ। তাদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন যাবৎ ঝালকাঠিতে বিএনপির গ্রুপিংয়ের রাজনীতির কারনেই একই প্লাটফর্মে উঠতে পারছে না সবাই। তবে তৃনমুলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় কেন্দ্রীয় ২-৩ জন নেতার বসবাস এ জেলায় তারাই মূলত নিজের বলয় তৈরি করার জন্যই এই গ্রুপিং তৈরি করে রেখেছেন। কেউ কেউ বলেন আমরা জিয়ার সৈনিক কোন গ্রুপেই নাই যেদিন গ্রুপিংয়ের রাজনীতি ঝালকাঠি থেকে বিদায় নিবে সেদিন সবাই একসাথে একমঞ্চে রাজনীতি করার সুযোগ তৈরি হবে এজন্য দরকার কেন্দ্রীয় নেতাদের সদিচ্ছা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান একেকজন একেক সময় বসন্তের কোকিলের মতো আগমন হয় এসে তার আখের গোছাতে ব্যস্ত হয়ে পরে কিন্ত কেউই একমঞ্চে উঠার ব্যবস্থা করে না যে কারনে তৃনমুলে চরম অসন্তোষ বিরাজ করছে।