Home সারাদেশ মা-বাবাই যুবকদের বড় সম্পদ,বাবা মায়ের খেদমতেই আল্লাহ খুশি-মাও:শাহজালাল। নলছিটিতে ওয়াজ মাহফিলে যুবকদের ঢল।
মার্চ ৪, ২০২৪

মা-বাবাই যুবকদের বড় সম্পদ,বাবা মায়ের খেদমতেই আল্লাহ খুশি-মাও:শাহজালাল। নলছিটিতে ওয়াজ মাহফিলে যুবকদের ঢল।

তাইফুর রহমান, ঝালকাঠি (নলছিটি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি পৌরসভার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর উদ্যোগে ০৩ মার্চ সন্ধায় ধর্মীয় আলোচনা (মাহফিলের) আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠীপাড়ার পীর  মাওলানা সেকান্দার আলী সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন একই এলাকার সন্তান দেশ বরেন্য ইসলামি বক্তা মাওলানা শাহজালাল জিহাদি।মাও:আবু বক্কর সিদ্দিক,মাও:কাওসার উল্লাহ জিহাদী।
এসময় বক্তারা যুবকদের উদ্দ্যেশ্যে পিতা মাতার খেদমতের প্রতি উৎসাহিত করে বলেন,পিতা মাতার দোয়া ছাড়া কেউই জীবনে সফল হতে পারে না।তাই পিতা মাতার সাথে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না।তাদের সাথে বেয়াদবি করলে তার দুনিয়া এবং আখিরাত দুটিই ধ্বংস। এক সময় দেশে অনেক অভাব ছিলো,মানুষ ঠিক মতো খেতে পেতো না,কিন্তু পিতা মাতার প্রতি শ্রদ্ধা ছিলো।এখন সম্পদ বা খাবারের অভাব নেই,কিন্তু সন্তান পিতা মাতাকে শ্রদ্ধা করে না,বৃদ্ধাশ্রমে পাঠায়।যা শরিয়তে ভয়ংকর হিসেবে বলা আছে।পিতা মাতার খেদমত এক প্রকার ইবাদত,ওয়ায়েজ করনী (রহ:) এর উদাহরণ তুলে ধরেন।এছাড়াও কবরের আজাবের ভয়াবহতা এবং জান্নাতের সুখের কথা তুলে ধরেন।
এসময় উপস্থিত যুবকদের প্রায় সকলেই অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন।
মাহফিলের সভাপতিত্বে এবং প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন ঢাকার পারফিউমারি ব্যবসায়ী একই এলাকার সমাজ সেবক আলো পারফিউমারীর সত্তাধিকারী আবুল হোসেন আলো।এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খান জামাল উদ্দীন আহমেদ,অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আফজাল সিকদার সহ এলাকার গম্যমান ব্যক্তিবর্গ।
বক্তব্য শেষে মাওলানা সেকান্দার আলী সিদ্দিকী দোয়া মোনাজাত পরিচালনা করেন।দোয়ায় তিনি এলাকার মরহুমদের রুহের মাগফেরাত ও দেশের কল্যান কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *