Home বানিজ্য বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন মাহবুবুল আলম
মার্চ ২, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন মাহবুবুল আলম

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মাহবুবুল আলম। তিনি নিয়ন্ত্রক সংস্থাটির বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের অতিরিক্ত পরিচালক ছিলেন। গত বৃহস্পতিবার এক অফিস আদেশে তাঁকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। মাহবুবুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

মাহবুবুল আলম ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। কর্মজীবনে তিনি ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি ও কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়ে বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগে যোগ দেন। তিনি বাণিজ্যের মাধ্যমে অর্থ পাচার, হুন্ডি–সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণসহ আর্থিক খাতের জালজালিয়াতি নিয়ন্ত্রণ তদারকির ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *