ইউনাইটেড রাইস মিলে ডাকাতি, গ্ৰেফতার ৬
মোঃ জুবায়ের হোসাইন
উপজেলা প্রতিনিধি, হাকিমপুর, দিনাজপুর।
হিলির মধ্য বাসুদেবপুর গনেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে কিছু লোক বিজিবি পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। সেসময় মিলের কর্মীরা দরজা না খোলায় ডাকাতদল দরজা ভেঙে অফিসের ভেতরে ঢুকে প্রথমে লকারের চাবি দিতে বলে। চাবি না দিলে তারা কর্মীদের মারধর করে। পরে হাত-পা বেঁধে লকার ভেঙে আনুমানিক ৪ লাখ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যায়। অবশেষে ডাকাতের নাগাল পেলো পুলিশ। হাকিমপুর থানা কোতয়ালী থানা এবং ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা সকলেই আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। স্থানীয় বাসিন্দারা আশাবাদী খুব দ্রুত বাকি সদস্যরা ধরা পড়বে।
গ্রেফতারকৃত ৬ সদস্যের পরিচয়:
মৃত ইমান আলী মিস্ত্রির ছেলে ‘আলিম হোসেন’ সাং মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া), হাকিমপুর, দিনাজপুর।
মৃত আব্দুর জব্বারের ছেলে ‘আব্দুস সোহাগ’ সাং কসবা, পুলহাট সদর থানা, দিনাজপুর।
পিতা মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ‘আব্দুর রহিম’
সাং করিমুল্লাহপুর, সদর থানা, দিনাজপুর।
আব্দুল আজিজের ছেলে ‘ফরিদুল ইসলাম’
সাং ভাবকি, চিরিরবন্দর থানা, দিনাজপুর।
দুলাল মিয়ার ছেলে ‘শামিম’
সাং নিউটাউন, উপশহর সদর থানা,দিনাজপুর।
মৃত কান্দু মাসুদের ছেলে ‘বকুল হোসেন’
সাং নিমনগর (শেখপুর), সদর থানা, দিনাজপুর।