ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত
সংবাদমাধ্যম জানিয়েছে, রুশ সেনাবাহিনীর একটি ব্রিগেড সাইবেরিয়ার ট্রান্সবাইকল অঞ্চলে অবস্থিত পূর্ব সামরিক অঞ্চলের ২৯তম সেনা কমান্ডের মেজর জেনারেল ওলেগ মোইসিয়েভের জন্য অপেক্ষা করছিলেন। হামলা থেকে বেঁচে যাওয়া এক সেনা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের তৈরি হাইমারস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার মাধ্যমে তাদের লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইউক্রেন যুদ্ধে ৯ মাসের মধ্যে সবচেয়ে বড় সাফল্য পেল রাশিয়া
সামাজিক যোগাযোগমমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থলে বেশ কয়েকজন সেনার মরদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। হামলায় আহত দুই সেনা জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৬০ সেনা নিহত হয়েছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।