Home সারাদেশ ঝালকাঠিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার একগুচ্ছ কর্মসূচি পালিত।
ফেব্রুয়ারি ২১, ২০২৪

ঝালকাঠিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার একগুচ্ছ কর্মসূচি পালিত।

তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশর উদ্যোগে এক গুচ্ছ কর্মসূচি পালিত হয় তার ভিতরে ছিল বর্ণমালা মিছিল , ভাষা শহীদদের স্মরণে দোয়া এবং উন্মুক্ত স্থানে বাংলা ভাষার বই পাঠ নকিব বিতরণ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান।
বুধবার সকাল ১০টায় জেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল নেতৃত্বে ঝালকাঠি আইবি কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মাঠে শেষ হয় । থানার মাঠে উন্মুক্ত স্থানে বাংলা ভাষার বই পাঠ নকিব বিতরণ, ঝালকাঠি লঞ্চঘাটে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
পরে ফকিরবাড়ি জেলা কার্যালয়ে মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী ভাষা শহীদদের স্মরনে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সহ-সভাপতি মোহাম্মদ ওয়ালীউল্লাহ সরদার , সাধারণ সম্পাদক আব্দুল কাদের তাওহিদী, সংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল দাওয়াহ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *