বিরতি ভেঙে ফিরছেন প্রীতি জিনতা!
অনেকদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনত্রী প্রীতি জিনতা। কয়েকদিন আগে এক স্টুডিওর সামনে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। এরপরই তার ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে আবারো কী বড় পর্দায় ফিরছেন প্রীতি!
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে থেকে জানা গিয়েছে, সানি দেওলের পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭’-এর মাধ্যমেই নাকি পর্দায় ফিরতে যাচ্ছেন প্রীতি। সেই সিনেমার লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে বলিউডে ফিরে এসেছেন নায়িকা।
এর আগে ‘হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’, ‘ফর্জ’ সিনেমায় সানির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর-২’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি।
নব্বই দশকের শেষ দিকে শাহরুখ খান অভিনীত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন প্রীতি জিনতা। ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হর দিল জো প্যার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নামাস্তে’ ও ‘বীর জারা’-র মতো সিনেমা কাজ করেছেন প্রীতি। প্রীতি জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো মেগা স্টারদের সঙ্গে। তবে অনেকদিন ধরেই সিনেমার পর্দা থেকে দূরে রয়েছেন বলিউডের এ নায়িকা।