ঘাটাইলে নবনির্বাচিত এমপি রানা ভাই কে গণ সংবর্ধনা
রুহুল আমিন
উপজেলা প্রতিনিধি ( ঘাটাইল)
১৩২, টাংগাইল-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে সদ্য নির্বাচিত এমপি আলহাজ্ব আমানুর রহমান খান (রানা) কে গণ সংবর্ধনা দিয়েছে ঘাটাইল উপজেলা তৃণমূল আওয়ামী লীগ ও নাগরিক কমিটি।
আজ ১৬ ই জানুয়ারি রোজ মঙ্গলবার দুপুর ২.৩০ থেকে এই অনুষ্ঠান শুরু হয় কলেজ মোড় চত্ত্বরে। এই সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ জনগন। এই সময় ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী।
উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালিব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আতাউর রহমান খান, সাবেক মাননীয় সংসদ সদস্য, ১৩২ টাংগাইল-৩ ঘাটাইল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক জনাব জুলফিকার হায়দার।
গণ সংবর্ধনার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা থেকে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন। স্থানীয় লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
বলা বাহুল্য, জনাব আলহাজ্ব আমানুর রহমান খান রানা এর আগে ২০১২ সালের উপনির্বাচনে আনারস প্রতীকে ঘাটাইলের এমপি ছিলেন পরবর্তীতে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন এ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। পরবর্তী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পিতা আলহাজ্ব আতাউর রহমান খান নৌকা প্রতীকে ঘাটাইলের সংসদ সদস্য হন। এবার ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঈগল প্রতীকে ৮২৭৪৮ ভোটে তৃতীয়বারের মতো এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদীয় আসন টাংগাইল ৩ ঘাটাইল এর সাধারণ জনগন কে আলহাজ্ব আমানুর রহমান খান রানা শুভেচ্ছা জানায় তাকে আবারো এমপি হিসেবে নির্বাচিত করায়।