Home ভাইরাল নিউজ ৩ মাস ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি-জামায়াত : জয়
জানুয়ারি ৮, ২০২৪

৩ মাস ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি-জামায়াত : জয়

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে ৩ মাস ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার (৭ জানুয়ারি) ভোটের দিন সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ মন্তব্য করেন তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যাসহ যাবতীয় সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি-জামায়াত প্রমাণ করেছে তারা জনবিচ্ছিন্ন। নির্বাচন বানচাল করতে তিন মাস ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি-জামায়াত। এই তিন মাসের নাশকতায় অন্তত নয় জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। একশর বেশি যানবাহন পুড়েছে এবং রাষ্ট্রের শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, বাস পোড়ানো, পুলিশ হত্যা, রেললাইন তুলে ফেলা, সড়ক অবরোধ কীভাবে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে! কতটা জনবিচ্ছিন্ন হলে নির্বাচন বয়কট করতে পারে এবং বিদেশি শক্তির কাছে ধরনা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে তারা? এবারের নির্বাচনে বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, তারা বিএনপি-জামায়াতকে বর্জন করেছে।

আরেকটি পোস্টে ভোটের দিন চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনার একটি ভিডিও আপলোড করে সজীব ওয়াজেদ বলেন, গণতন্ত্রকে রুখে দিতেই বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে ভোটের দিনও। কিন্তু গণতন্ত্রকে রুখে দেওয়ার সেই অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন তরুণ ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *