Home অপরাধ রায়গঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে দুইজনের কারাদন্ড
জানুয়ারি ৮, ২০২৪

রায়গঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে দুইজনের কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি :
৬৪,সিরাজগঞ্জ-৩ আসনে রায়গঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টা করায় দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৭ জানুয়ারি রবিবার দুপুরে রায়গঞ্জ উপজেলার বাসুদেবকোল শ্রীরামের পাড়া ইসলামিয়া দাখিল মাদরাস কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাসুদেবকোল দক্ষিণপাড়ার আছের আলীর ছেলে ইকবাল হোসেন সরকার (৪১) ও একই এলাকার নুরুল ইসলাম সরকারের ছেলে মোবারক হোসেন (৪০)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, ওই দুই ব্যক্তি ছদ্মবেশে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার চেষ্ট করছিলেন।
সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার জাল ভোট দিতে আসার কথা স্বীকার করেন। এরপর দণ্ডবিধির ১৮৬০ এর ১৭১ চ ধারা অনুযায়ী তাদের দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *